যাদবপুরের পড়ুয়াদের অসভ্য বললেন বাবুল

আবার বেলাইন বাবুল সুপ্রিয়। যাদবপুরের পড়ুয়াদের অসভ্য বললেন। অসভ্য পড়ুয়া বিক্ষোভ করেছিল সেদিন। আর তার নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে আক্রমণ করার পর বাবুল টার্গেট করেন ছাত্র আন্দোলনকে। আর এ প্রসঙ্গে যাদবপুরের কথা যে প্রথমেই আসবে, সেটাই স্বভাবিক। তাঁকে ঘেরাও করে রাখা এবং নিগ্রহের বিষয়টি ফের উত্থাপন করে বলেন, যাদবপুরের পড়ুয়ারা কোনও সভ্যতা জানে না। বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করছে। ক্যাম্পাসকে রাজনীতির আখড়া করছে। গেটের বাইরে নক্কারজনকভাবে মঞ্চ করেছে। এতসব ঘটনা হওয়ার পরেও মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা নেননি। রাজ্যপালকে যেদিন ফিরে যেতে হল, সেদিনও কোনও কথা বলা হয়নি।

পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, যাদবপুরে ভাঙচুর চালায় বাবুল। ইউনিয়ান রুম ভেঙেছে। রাজ্যপালকে নিয়ে গিয়েও ভাঙচুর করেছে। যাদবপুর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম। তাই তাকে নিয়ে যত কম প্রশ্ন করা যায়, ততই ভালো। আর পড়ুয়ারা বলেছেন, আশা করি মন্ত্রী আমাদের সভ্যতা শেখাবেন না। তিনি যে ভাষায় কথা বলছেন সেটাই বুঝিয়ে দিচ্ছে শিক্ষা, সংস্কৃতির অভাব কাদের!

Previous articleকাল সোনিয়ার বৈঠক, মমতার ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস
Next articleনাম বদলে মানুষের জীবনে কোনও পরিবর্তন হবে? অভিষেকের প্রশ্ন মোদিকে