রাজ্য-রাজ্যপালের সঙ্গে বিরোধ এখনই মেটানো উচিত : মান্নান

রাজ্য-রাজ্যপাল বিরোধ মোটেই সুস্থতা নয়। এই পদকে অসম্মান করছেন যারা তারা ঠিক করছেন না। আবার এই পদে যারা থাকবেন, তাদেরকেও এই পদের মর্যাদার কথা মাথায় রাখতে হবে। একসঙ্গে বসে মিটিয়ে নেওয়া উচিত। সোমবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বললেন এই কথা।

মান্নানের জিজ্ঞাসা, নরেন্দ্র মোদির সঙ্গে কেন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। কালা কানুনের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। যারা রাত জেগে, চোখে চোখ রেখে এই আন্দোলন জারি রাখলেন, তাদের অভিনন্দন জানাচ্ছি। মান্নান জানান, ১৭জানুয়ারি রাজ্যপাল বৈঠকে ডেকেছেন। যেহেতু গণপিটুনি বিল নিয়ে আমাদের বক্তব্য ছিল, তাই আমরা বৈঠকে যাব বলে আপাতত সিদ্ধান্ত নিয়েছি।

Previous articleজেএনইউ কাণ্ডে এবার ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ
Next articleনেতাজি ডক কেন শ্যামাপ্রসাদের নামে? বিক্ষোভ ছাত্র পরিষদের