ভর্তির দাবিতে স্কুলে ধর্না

পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে উত্তেজনা বারাসতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার, সকাল থেকে স্কুলের সামনে ধর্নায় ছাত্রী ও অবিভাবকেরা। অভিযোগ, এই স্কুলে ১৫৪ জন প্রাথমিকের পড়ুয়াকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে এদিনে সকাল আটটা থেকে স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। স্কুলের গেটের সামনে বসেই ভর্তির দাবি জানায় পড়ুয়ারা। বিক্ষোভে সামিল হন অভিভাবকেরাও। বারাসত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, বিক্ষোভের জেরে স্কুলে বন্ধ পঠনপাঠন।

Previous articleদীপিকার উপদেষ্টা হতে আগ্রহী রামদেব, কিন্তু কেন ?
Next article“দেখতে চাই, ভারতে এসে ইনফোসিসের সিইও হোন এক বাংলাদেশি”, সিএএ নিয়ে মন্তব্য নাদেল্লার