‘খুশি, কিন্তু আমার কাছে বড়দিন হবে ২২জানুয়ারি’

আজ আমার কাছে একটা বড় দিন। সাত বছর ধরে লড়াই করেছি মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে। তবে সবচেয়ে বড় দিন হবে সেই ২২জানুয়ারি, যেদিন চারজনের ফাঁসি হবে। নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর
কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর মুখ খুললেন নির্ভয়ার মা।

দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশ আসার পরেই ফাঁসিকাঠ তৈরি হয়ে গিয়েছে তিহার জেলে। পরীক্ষা চলছে বালির বস্তা দিয়ে। তৈরি করা হচ্ছে ফাঁসির দড়ি। প্রয়োজন একবারে ফাঁসি। নইলে ফাঁসি রদ হয়ে যাবস। তাই কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না পবন জল্লাদ।

Previous article২০২০-তে দেশে কাজ হারাতে পারেন প্রায় ১৬ লক্ষ মানুষ
Next articleDSP-গ্রেফতারির পর পুলওয়ামার জঙ্গি হামলার ফের তদন্তের দাবি অধীরের