CAA: 26শে হবে বাম-কংগ্রেস ধরনা, গ্রামে 5 হাজার সভার লক্ষ্য সিপিএমের

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনকে শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ না রেখে সমান গুরুত্ব দিয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সিপিএম। নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিগুলি শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে বুঝেই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, এবার গ্রামেও সমান গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। সিপিএম রাজ্য কমিটি এজন্য পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে অন্তত 5 হাজার সভা করার পরিকল্পনা নিয়েছে। সূর্যকান্ত মিশ্র সতর্ক করে বলেছেন, টার্গেট বেঁধে দেওয়া মানে যেমনতেমন করে লক্ষ্যপূরণ নয়। মানুষের যোগদান নিশ্চিত করেই সভা করতে হবে, অধিকার রক্ষায় পঞ্চায়েতগুলির উপর চাপ তৈরি করতে হবে।

এদিকে এই একই ইস্যুতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাম-কংগ্রেসের উদ্যোগে 2 ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করা হবে। কলকাতার ওয়ার্ডগুলিতে ও পুর এলাকায় সিএএ, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে এই যৌথ কর্মসূচি নেওয়া হচ্ছে।

 

Previous articleসিনেমার ছায়া থেকে বেরিয়ে মঞ্চ মাতালো ‘দাদার কীর্তি’, কুণাল ঘোষের কলম
Next articleসংবিধান রক্ষার ডাক দিয়ে রাজ্যজুড়ে যৌথ আন্দোলনে বাম ও কংগ্রেস