প্যারোলে ছাড়া পেয়ে ফেরার মুম্বই বিস্ফোরণের পাণ্ডা

এই না হলে পুলিশ প্রশাসন! ৯৩-র মুম্বই বিস্ফোরণের অন্যতম মাথা জলিস আনসারি প্যারোলে মুক্তি পেয়েছিল। ২১দিনের প্যারোল ছিল। তার মাঝেই সে ফেরার। বন্দি ছিল আজমের সেন্ট্রাল জেলে। ‘৯৩-এর ভয়াবহ বিস্ফোরণে ৩০০ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ১৪০৯। সেই বিস্ফোরণেই মূল পাণ্ড ছিল জলিস। প্যারোলে মুক্তি পেলেও তার সঙ্গে পুলিশি পাহাড়া থাকার কথা ছিল। তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleদিল্লির রাজপথে ২৬শের মহড়া
Next articleদমকল অফিস সারানোর দাবিতে পোস্টার