কালীঘাট থানায় জেরার মুখে মুকুল, বাইরে বিজেপির বিক্ষোভ

ফাইল চিত্র

একের পর এক মামলা আর পুলিশি জেরায় জেরবার বিজেপি নেতা মুকুল রায়। এবার হাওয়ালা কাণ্ডে পুলিশি জেরার মুখে পড়লেন তিনি। শনিবার কালীঘাট থানায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

হাওয়ালা মামলায় নাম জড়ানোর পর আদালতের নির্দেশে কলকাতা পুলিশ মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই মতোই মুকুল রায়কে নোটিশ দিয়ে ডেকে পাঠায় পুলিশ। হাজিরা দিতে আসেন বিজেপি নেতা।

অন্যদিকে, একদিকে যখন মুকুল রায়ের জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তখনই কালীঘাট থানার বাইরে মুকুল অনুগামী বেশকিছু বিজেপি সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে মুকুল রায়কে।

আরও পড়ুন-এটিএম জালিয়াতিতে জড়াল মহানগরের পরিচিত রেস্তোরাঁর নাম

Previous articleজেএনইউ-র পাশে বাংলার নকশালবন্দিরা
Next articleBREAKING: পুরসভায় ভোট লুট রুখতে পুলিশ নয়, বিজেপিকে পাশে চাইছে সিপিএম!