Thursday, December 25, 2025

আজ নতুন দশকের প্রথম ডার্বি

Date:

Share post:

আজ, ১৯ জানুয়ারি। নতুন দশকে বাংলার বুকে প্রথম ডার্বি। মোহনবাগান vs ইস্টবেঙ্গল। স্থান : যুবভারতী ক্রীড়াঙ্গন। সময় : বিকেল ৫টা।

মোহনবাগান
——————
নতুন বছরের শুরুতেই পাল তুলেছে নৌকো। ডানা মেলে উড়ছে কিবুর দল। টেবিল টপার ফ্রান গঞ্জালেস-বেইটিয়াদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু দিনদু’য়েক আগে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সঙ্গে আগামী মরশুম থেকে গাঁটছড়া বাঁধার ঘোষণা ফোকাস নড়িয়ে দেবে না তো মহারণের আগে?

৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে। গত বছর জোড়া ডার্বিতে হারের বদলা নিতে পারে কিনা বাগান সেটাই লাখ টাকার প্রশ্ন।

বাগানের প্লাস-মাইনাস
…………………………….

লিগ টেবিলে শীর্ষে থাকা যেমন মানসিকভাবে এগিয়ে থাকা, ঠিক তেমনি সদ্য আরপিজি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিশ্চিতভাবে দল থেকে কর্মকর্তাদের একটা দোদুল্যমানতায় রাখবে। ভবিষ্যৎ চিন্তায় কিবুর দলের অনেকের ফোকাস নড়ে যেতে পারে। যদিও কিবু বলছেন, ডার্বিতে কেউ এগিয়ে নামে না।

খেলোয়াড়রা কে কোথায়
————————————

ফ্রান্স গঞ্জালেস আর ড্যানিয়েল সাইরাস গোলের মধ্যে রয়েছেন। সুপার সাব শুভ ঘোষ এখন দলের লাকি চ্যাপ। রবিবার শুরুতেই দেখা যেতে পারে।

ইস্টবেঙ্গল
—————
রবিবাসরীয় মেগা ডার্বির আগে চাপের বাষ্প ঘনীভূত হচ্ছে ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে। টানা দু ম্যাচে হার, চোট-আঘাত, বোরহার না থাকা, ক্লাব-ইনভেস্টর দূরত্ব। নতুন বছরের শুরুতে কেমন যেন অগোছাল ইস্টবেঙ্গল।

ডার্বির আগে দলের মনোবল তলানিতে থাকলেও তা স্বীকার করতে নারাজ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। মার্কোস, ক্রেস্পিদের পারফরম্যান্স গ্রাফ একেবারে নীচে। ডিকাদের নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেও মোহনবাগানের আক্রমণকেই সমীহ করছেন আলেসান্দ্রো।

নজরে

আক্রমণ প্রতিহত করত ডিফেন্সিভ খেলা। আলেকজান্দ্রা চাইছেন সেট পিস মুভমেন্ট।

মোহনবাগানের সম্ভাব্য একাদশ: শঙ্কর রায় (গোলরক্ষক), আশুতোষ মেহতা, ড্যানিয়েল সাইরাস, ফ্রান মোরান্তে, ধনচন্দ্র সিং, শেখ সাহিল, ফ্রান গঞ্জালেস, শুভ ঘোষ, জোসেবা বেইতিয়া, ভিপি সুহের, বাবা দিওয়ারা।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: লালথুয়ামাওয়াইয়া রালতে, কমলপ্রীত সিং, মার্তি ক্রেসপি, আশির আখতার, অভিষেক আম্বেকর, লালরিনডিকা রালতে, কাশিম আইদারা, জুয়ান মেরা গঞ্জালেস, পিন্টু মাহাতো, হাইমে কোলাডো, এসপাদা মার্টিন।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...