Wednesday, January 14, 2026

আজ নতুন দশকের প্রথম ডার্বি

Date:

Share post:

আজ, ১৯ জানুয়ারি। নতুন দশকে বাংলার বুকে প্রথম ডার্বি। মোহনবাগান vs ইস্টবেঙ্গল। স্থান : যুবভারতী ক্রীড়াঙ্গন। সময় : বিকেল ৫টা।

মোহনবাগান
——————
নতুন বছরের শুরুতেই পাল তুলেছে নৌকো। ডানা মেলে উড়ছে কিবুর দল। টেবিল টপার ফ্রান গঞ্জালেস-বেইটিয়াদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু দিনদু’য়েক আগে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সঙ্গে আগামী মরশুম থেকে গাঁটছড়া বাঁধার ঘোষণা ফোকাস নড়িয়ে দেবে না তো মহারণের আগে?

৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে। গত বছর জোড়া ডার্বিতে হারের বদলা নিতে পারে কিনা বাগান সেটাই লাখ টাকার প্রশ্ন।

বাগানের প্লাস-মাইনাস
…………………………….

লিগ টেবিলে শীর্ষে থাকা যেমন মানসিকভাবে এগিয়ে থাকা, ঠিক তেমনি সদ্য আরপিজি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিশ্চিতভাবে দল থেকে কর্মকর্তাদের একটা দোদুল্যমানতায় রাখবে। ভবিষ্যৎ চিন্তায় কিবুর দলের অনেকের ফোকাস নড়ে যেতে পারে। যদিও কিবু বলছেন, ডার্বিতে কেউ এগিয়ে নামে না।

খেলোয়াড়রা কে কোথায়
————————————

ফ্রান্স গঞ্জালেস আর ড্যানিয়েল সাইরাস গোলের মধ্যে রয়েছেন। সুপার সাব শুভ ঘোষ এখন দলের লাকি চ্যাপ। রবিবার শুরুতেই দেখা যেতে পারে।

ইস্টবেঙ্গল
—————
রবিবাসরীয় মেগা ডার্বির আগে চাপের বাষ্প ঘনীভূত হচ্ছে ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে। টানা দু ম্যাচে হার, চোট-আঘাত, বোরহার না থাকা, ক্লাব-ইনভেস্টর দূরত্ব। নতুন বছরের শুরুতে কেমন যেন অগোছাল ইস্টবেঙ্গল।

ডার্বির আগে দলের মনোবল তলানিতে থাকলেও তা স্বীকার করতে নারাজ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। মার্কোস, ক্রেস্পিদের পারফরম্যান্স গ্রাফ একেবারে নীচে। ডিকাদের নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেও মোহনবাগানের আক্রমণকেই সমীহ করছেন আলেসান্দ্রো।

নজরে

আক্রমণ প্রতিহত করত ডিফেন্সিভ খেলা। আলেকজান্দ্রা চাইছেন সেট পিস মুভমেন্ট।

মোহনবাগানের সম্ভাব্য একাদশ: শঙ্কর রায় (গোলরক্ষক), আশুতোষ মেহতা, ড্যানিয়েল সাইরাস, ফ্রান মোরান্তে, ধনচন্দ্র সিং, শেখ সাহিল, ফ্রান গঞ্জালেস, শুভ ঘোষ, জোসেবা বেইতিয়া, ভিপি সুহের, বাবা দিওয়ারা।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: লালথুয়ামাওয়াইয়া রালতে, কমলপ্রীত সিং, মার্তি ক্রেসপি, আশির আখতার, অভিষেক আম্বেকর, লালরিনডিকা রালতে, কাশিম আইদারা, জুয়ান মেরা গঞ্জালেস, পিন্টু মাহাতো, হাইমে কোলাডো, এসপাদা মার্টিন।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...