অনলাইন শপিং সাইট মেতেছে CAA- NRC-র পক্ষে-বিপক্ষের টি-শার্ট নিয়ে

CAA-NRC নিয়ে রাজনৈতিক দলের লাভ-ক্ষতির হিসাব এখনই মিলবে না৷

কিন্তু এই CAA-NRC নিয়ে যে ব্যবসাও হয়, লাভও হয়, তা বোঝালো দেশের অন্যতম অনলাইন শপিং সংস্থা আমাজন৷ দেশজুড়ে মাথাচাড়া দেওয়া এই জ্বলন্ত ইস্যু নিয়ে পুরোদস্তুর ব্যবসায় নেমে গেলো এই সোশ্যাল- সাইট৷

CAA- NRC – NRP এবার টি-শার্টে ৷ সোশ্যাল সাইটে সেই টি-শার্টের বাম্পার বিক্রি৷ নাগরিকত্ব আইনের পক্ষেও আছে, আবার বিপক্ষেও আছে এই টি-শার্ট ৷ যার যেটা দরকার, সে সেটাই অর্ডার দিচ্ছে অনলাইনে৷

CAA- NRC – NRP লেখা থাকছে টি-শার্টে ৷ আপনি যদি আইনের পক্ষে হন, পাবেন ‘সবুজ টিক’ দেওয়া টি-শার্ট৷ আর যদি CAA- আইনের বিপক্ষে হন, পাবেন লাল ক্রশ দেওয়া টি-শার্ট৷ সাদা গেঞ্জির ওপর কালো রঙে NRC, CAA, NPR লেখা। দু’ রকমের টি-শার্টই বিক্রি হচ্ছে। সমর্থন করে আর বিরোধিতা করে। দু’ ধরনের টি-শার্টেরই দাম ৮০০ টাকা, তবে এখন গ্রেট ইন্ডিয়ান সেল-এর জন্য ৩১ শতাংশ ছাড়৷ তাই এক-একটি টি-শার্টের দাম পড়ছে ৫৪৯ টাকা।

মজার ব্যাপার, CAA- NRC ইস্যুতে দেশজোড়া প্রতিবাদের ছাপ-ই পড়েছে এই টি-শার্ট বিক্রিতেও৷ দেশ যেমন বিক্ষোভে উত্তাল, তেমনই আমাজন ডট ইন ওয়েব সাইটে এই টি শার্ট বিক্রিতেও NRC, CAA, NPR বিরোধীরাই এগিয়ে আছে অনেক কদম৷

আরও পড়ুন-সিএএ, এনআরসি নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Previous articleফের সিএএ বাতিলের দাবি তুললেন সুজন
Next articleট্যানারির বর্জ্যের দেদার ব্যবহার সব্জি-মাছ-মুরগিতে, বাড়ছে ক্যানসারের আশঙ্কা