তৃণমূলের সহযোগিতায় এক দশক পর শাসনের বাড়িতে ফিরলেন মজিদ মাস্টার

শেষপর্যন্ত শাসনের গ্রামের বাড়িতে ফিরলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার।বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। বাম জমানার ত্রাস দীর্ঘ প্রায় ১১ বছর বাড়িছাড়া ছিলেন। তৃণমূল জমানাতেই তাঁর প্রতাপ খর্ব হয়। বাড়িছাড়া হতে হয়েছিল তাঁকে।
একবার বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু, তৃণমূলের বাধায় তা সম্ভব হয়নি। বুধবার সেই শাসকদলের সহযোগিতাতেই হঠাৎই শাসনের বাড়িতে ফেরেন তিনি। তাকে দেখতে ভিড় জমে যায় তাঁর বাড়িতে।
উত্তর ২৪ পরগনার শাসন থানার শাসন গ্রামেই মজিদ মাস্টারের বাড়ি। তিনি শাসন ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা শাসন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি । তবে ২০১১ সালের পর থেকেই তিনি বারাসতের কাজিপাড়া এলাকায় ছেলে মনিরুল ইসলাম এবং মেয়ের বাড়িতে থাকতেন।
পরবর্তীসময়ে সিপিএম থেকে দূরত্ব তৈরি হওয়ার পাশাপাশি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় মজিদের। তার ছেলে মনিরুল ইসলাম বলেন, তৃণমূল নেতৃত্ব যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের সহযোগিতাতেই আমরা নিজেদের জমিতে চাষ করতে পারছি। বাবা খুবই অসুস্থ ছিলেন কয়েক দিন। মানসিক শান্তির জন্যই বাবাকে বাড়িতে আনা হয়েছে।

 
Previous articleমহাকাশে যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’কে পাঠাবে ইসরো
Next articleকাশ্মীরে কোনও তৃতীয় পক্ষ নয়, ট্রাম্পকে স্পষ্ট জানাল দিল্লি