কাশ্মীরে কোনও তৃতীয় পক্ষ নয়, ট্রাম্পকে স্পষ্ট জানাল দিল্লি

কাশ্মীরে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ৪০ঘন্টার মধ্যে তার জবাব দিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষকে মেনে নেবে না ভারত। আগেও বলা হয়েছে, এখনও নয়াদিল্লি বলছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে বলেন, কাশ্মীর নিয়ে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে খুশি হব। বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে ভাবছি।

Previous articleতৃণমূলের সহযোগিতায় এক দশক পর শাসনের বাড়িতে ফিরলেন মজিদ মাস্টার
Next articleমহাকাশে যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’কে পাঠাবে ইসরো