সাধারণতন্ত্র দিবসের আগেই ফের বড়সড় দুর্ঘটনা রাজধানী দিল্লিতে। এবার ভেঙে পড়ল একটি নির্মীয়মান বহুতল। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির সুভাষ মহল্লার ৬ নং গলির এক কোচিং সেন্টারে। যা ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আর আকস্মিক এই ঘটনায় চাপা পড়ে বেশ কয়েকজন শিশু। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জন শিশুর। আহত আরও বহু। তাদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ভবনটির তৃতীয় ও চতুর্থ তল দু’টি সম্পূর্ণ তৈরি হয়নি। হঠাৎই ধসে পড়ে গোটা চারতলা বাড়ি। চাপা পড়ে যায় সবাই।


এনডিআরএফ, ডিএফএস আর পুলিশ এখনও পর্যন্ত উদ্ধারকার্য চালাচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবং উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
