Monday, January 12, 2026

ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’ সবথেকে বেশি উপভোগ করেছেন স্বয়ং পরিচালক

Date:

Share post:

বর্তমান বাংলা সিনেমার প্রথম সারির পরিচালক তিনি। এখনও পর্যন্ত ঝুলিতে ১৭টি ফিল্ম। কিন্তু সেইসব সিনেমা নয়, ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর শুটিং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উপভোগ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে শুরু হয় ‘ফেলুদা ফেরত’-এর শুটিং। উত্তরবঙ্গ সহ কাঠমাণ্ডুতেও হয়েছে শুটিং। তবে শুটিংয়ের শেষে আবেগতাড়িত হয়ে পড়েন পরিচালক।

শুক্রবার, টুইট করেন সৃজিত মুখোপাধ্যায়। ট্যুইটে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ১৭টা ছবি বানিয়েছি। আশা রাখি আরও কয়েকটা বানাবো। তবে ফেলুদা ফেরতের শ্যুটিংয়ের শেষদিনে এসে বুঝলাম এখনও পর্যন্ত এই ছবির শ্যুটিং করতে গিয়েই সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি।’

কিন্তু হঠাৎ কী কারণে শুটিং উপভোগ করলেন তিনি?
সৃজিতের কথায়, “প্রতিদিন শুটিংয়ের সময় ক্যামেরার পাশে আমার সঙ্গে একটা রোগা-পাতলা চেহারার ছেলে এসে বসত। বছর পনেরোর ওই ছেলেটাই মনিটরে তাকিয়ে শট ঠিক হয়েছে কি না সেসব জানিয়ে দিত। ভুল হলে ভ্রূ বাঁকাত। ভালো হলে মুচকি হেসে পিঠ চাপড়ে দিত। গল্পের বইয়ের পাতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত রোজ। ওই বাচ্চা ছেলেটাই আমায় পুরনো দিনের কথা মনে করিয়েছে”। ফেলুদার বই কেনার উত্তেজনা, নতুন বইয়ের গন্ধ, প্রথমবার সেই বই পড়ার রোমাঞ্চ, ফেলুদা-জটায়ু-তোপসের অদ্ভুত বন্ধন। এই সবকিছুই প্রতিদিন অনুভব করেছেন তিনি। আর সবচেয়ে মজার হল শেষবার শুটিংয়ে প্যাক আপ বলার পরেই উধাও হয়ে গিয়েছে ওই ছেলেটা। হয়তো পরের সিজনে আবার ফিরে আসবে।

ওয়েব সিরিজে পর্দায় ফিরছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। সঙ্গে দুই সাথী তোপসে এবং লালমোহনবাবু। এই ওয়েব সিরিজ দেখা যাবে আড্ডা টাইমসে। ওয়েব সিরিজের প্রযোজক সুরিন্দর ফিল্মস। ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরি। তোপসের চরিত্রে কল্পন মিত্র, লালমোহন গাঙ্গুলির চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুই গল্প নিয়েই আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...