৪ বছরে কত কিলোমিটার রাস্তা ঘোষণা বাজেটে

জাতীয় সড়কের জন্য কেন্দ্রীয় সরকারের নয়া বরাদ্দ। আগামী চার বছরে অর্থাৎ ২০২৪ সালের মধ্যে আরও ৬হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর। অর্থমন্ত্রী জানান, রেলের অপারেটিং রেশিও খুবই নগণ্য। সেই কারণে রেলের পাশের জমিগুলিকে ব্যবহার করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পিপিপি আদলে হবে এই প্রকল্পগুলি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে কেন্দ্রের সার্বিক ধারণা।

আরও পড়ুন-চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি: সীতারমন

Previous articleচালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি: সীতারমন
Next articleকাশ্মীর-লাদাখের জন্য কত বরাদ্দ?  জানালেন নির্মলা