আজ বনগাঁ – রানাঘাটে জনসভা মুখ্যমন্ত্রীর

CAA NRC-র প্রতিবাদে আজ, মঙ্গলবার বনগাঁ ও রানাঘাটে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি প্রথমে আসবেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। বনগাঁ স্টেডিয়ামে মমতার সভার জন্য বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এর পর মমতা যাবেন নদিয়ার রানাঘাট বিধানসভার হবিবপুরে। ছাতিমতলার মাঠে তিনি প্রতিবাদসভা করবেন। এখান থেকে তিনি যাবেন কৃষ্ণনগরে। বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হবে দলের কর্মিসভা। বিকেলে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক৷ তৃণমূল নেতাদের আশা, মমতা-র বক্তব্য শুনতে মঙ্গলবার বনগাঁ স্টেডিয়াম উপচে পড়বে।

Previous articleপ্রাকৃতিক পরিস্থিতি বদল! তবে কি এর জেরেই হচ্ছে বৃষ্টি?
Next articleরাজস্ব ঘাটতির মেটাতে বাংলাকে ৫০১৩ কোটি টাকা অনুদান