করোনা-আতঙ্ক: দিল্লিতে থাকলেও অটো-এক্সপোয় যোগদানে নিষেধ চিনা কর্মীদের

বিশ্বের অন্যান্য সেরা গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে দিল্লির অটো এক্সপোয় যোগ দিতে হাজির হয়েছে চিনের প্রথমসারির ও জনপ্রিয় গাড়ি নির্মাতারাও। অটো এক্সপো উপলক্ষ্যে চিনা সংস্থাগুলির পক্ষ থেকে বহু কর্মী-আধিকারিকরাও ভারতে এসেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে এখানে ব্যবস্থাপনার কাজ করছেন তাঁরা। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি হয়েছে চিনা গাড়ি নির্মাতা সংস্থাগুলির ভারতে থাকা এই কর্মীদের উপর। বলা হয়েছে, অটো এক্সপো চলাকালীন তাঁরা যেন মেলাকেন্দ্রে না আসেন। ফলে বৃহস্পতি ও শুক্রবার নিজেদের গাড়ির বৈশিষ্ট্য দর্শকদের সামনে তুলে ধরার বদলে তাঁদের হোটেলবন্দি হয়েই কাটাতে হবে। এই নিষেধাজ্ঞার বিষয়ে অটো এক্সপো উদ্যোক্তাদের ব্যাখ্যা, চিনারা এখানে থাকলে বহু দর্শক আসবেন না জানাচ্ছিলেন। করোনা-আতঙ্কে মেলা ভেস্তে যাক আমরা চাইনি। তাই অংশগ্রহণকারীদের স্বার্থে চিনের প্রতিনিধিদের আসতে বারণ করা হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কোন পর্যায়ে পৌঁছেছে, এই ঘটনা তার প্রমাণ।