কাগজ না দেখাতে পারলেই ঘ্যাচাং ফু, ফের কেন্দ্রকে তোপ মমতার

কৃষ্ণনগরে দলীয় সভা থেকে ফের কেন্দ্রকে তোপ মমতার৷ বিজেপিকে বিঁধে মমতার খোঁচা, ‘কেউ বলছেন এনআরসি হবে না। আরেকজন বলছেন, এনআরসি হবে। এনআরসি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে। এরাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না। কাগজ দেখতে চাইছে। কাগজ না দেখাতে পারলেই ঘ্যাচাং ফু। আগে নিজেরা জন্মের সার্টিফিকেট দেখাক৷ আমরা সব মানুষকে নিয়ে চলি।’

কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকের এই জেলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে তা খতিয়ে দেখে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন দফতরের প্রধান সচিব রাজীব কুমারের কাছে। দফতরের প্রধান সচিব হিসেবে তাঁর প্রথম প্রশাসনিক বৈঠকে খানিকটা অপ্রতিভ রাজীব বলেন, ‘কল্যাণীতে তিনটি আইটি পার্ক আছে। এর মধ্যে একটি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষের পথে। কিন্তু সেখানে এখনও সব জায়গা ভর্তি হয়নি। সেটি দেখা হচ্ছে। খুব শীঘ্রই হয়ে যাবে।’একথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিক আছে দেখে নাও।’ প্রশাসনিক মহলের মতে, এদিনই প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজীব। ফলে খানিকটা অপ্রতিভ ছিলেন।

Previous article১০৫-এ ক্লাস ফোর পাস, অনুপ্রেরণা ভাগীরথী আম্মা
Next articleকীভাবে হয় ম্যালেরিয়ার সংক্রমণ?