মোদি মিথ্যা বলছেন! পাল্টা তোপ অধীরের

প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। বললেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য বিকৃত করেছেন। আসলে মোদিজির মূল উদ্দেশ্য হলো গণতন্ত্রকে হিন্দুতন্ত্র বানানো।

বৃহস্পতিবার লোকসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন, দেশভাগের পর পাকিস্তান থেকে আসা হিন্দুদের শরণার্থী ও মুসলিমদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছিলেন জহরলাল নেহরু। সে প্রসঙ্গেই অধীর একথা বলেন।

অধীর আরও বলেন, গতকাল ওমর আবদুল্লা এবং মেহেবুবা মুফতিকে নিয়ে সংসদে মোদির বক্তব্য রাখেন। রাতেই তাদের পাবলিক সেফটি অ্যাক্টে (পিএসএ) আটক করা হয়েছে। আমরা নরেন্দ্র মোদিকে বলে দিতে চাই, এভাবে কাশ্মীরকে শাসন করতে পারবেন না। শারীরিকভাবে হয়তো কাশ্মীর আপনাদের সঙ্গে থাকবে, কিন্তু মানসিকভাবে থাকবে না।

Previous article৮৮ শতাংশ ফি বৃদ্ধি! অবশেষে অভিভাবকদের সঙ্গে আলোচনার টেবিলে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ
Next articleফের রাজভবনে রাজ্যের তিন আধিকারিককে তলব রাজ্যপালের