এ বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন জেনে নিন

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে । টানা আটদিন ধরে চলবে পরীক্ষা। তবে ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি থাকবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, সোমবার রাখা হয়েছে অঙ্ক পরীক্ষা।
প্রথম ভাষা হিসাবে তালিকায় রয়েছে, বাংলা, ইংরেজি, গুজরাতি, হিন্দি, মর্ডান টিবেটান, নেপালি , ওড়িয়া, পাঞ্জাবী, তেলুগু, তামিল, উর্দু, এবং সাঁওতালি। যদি ইংরেজি, বাংলা, নেপালি প্রথম ভাষা না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় ভাষায় থাকবে এই তিন বিষয়।

জেনে নিন পরীক্ষার রুটিন
কবে কী পরীক্ষা?
১৮/২/২০ (মঙ্গলবার)  প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার) ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়

Previous articleআইপিএল শেষ আর্চারের, মাথায় হাত রাজস্থান রয়্যালসের
Next articleব্রেকফাস্ট নিউজ