রাত পোহালেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর উদ্বোধন! চলছে চূড়ান্ত প্রস্তুতি

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর উদ্বোধন! চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ইস্ট–ওয়েস্ট মেট্রো। সেক্টর ফাইভ স্টেশনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত ইস্ট–ওয়েস্ট মেট্রো চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। ৫.‌৮ কিলোমিটার এই পথে ট্রেন মেট্রো অতিক্রম করবে ৬টি স্টেশন। তবে বৃহস্পতিবার সূচনা পর্বে একটি ট্রেনই চালানো হবে। শুক্রবার থেকে ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিয়ে শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রাথমিকভাবে ২০ মিনিট অন্তর এই ট্রেন চালানো হবে। পরে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচির পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

এদিকে উদ্বোধনের জন্য দুটি ট্রেন তৈরি রাখা হচ্ছে। ফুল দিয়ে সাজানো চলছে। সাধারণ মানুষের জন্য উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে এলইডি স্ক্রিনে। নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে।

Previous article“কোভিড ১৯”, করোনাভাইরাসের অফিসিয়াল নাম জানাল হু
Next articleরাজধানীতে নোটার থেকেও কম ভোট বামেদের