সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে শুক্রবার ফের পথে নামল এসএফআই। এদিন হাওয়ার শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মিছিল করে এসএফআই। মিছিলে ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বৃহস্পতিবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা করার অনুমতি দেওয়া হয়নি ঐশী ঘোষকে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে সভা করেন তিনি। সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে ঐশীকে সামনে রেখে মিছিল করেন বামেরা। শুক্রবার ফের একই কারণে মিছিল করল এসএফআই।
