নির্বিঘ্নেই চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ

আপাতত নির্বিঘ্নেই চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। সোমবার থেকেই তোড়জোড় শুরু হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানার, পোস্টার, পতাকা, হোর্ডিং-এ ঢেকে যায় অঞ্চল। বুধবার, সকাল ১১টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ছাত্র সংসদের প্রতিনিধি বাছতে তিন বিভাগ- ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়ারা ভোট দিচ্ছেন।

নির্বাচন ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে ছাত্রদের আবেদন জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস। একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যেন অক্ষুণ্ন থাকে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ভোট গণনা।

আরও পড়ুন-সাতসকালে পঞ্চায়েত অফিস ও তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা

Previous articleসাতসকালে পঞ্চায়েত অফিস ও তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা
Next articleতাপস পালকে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, দেহ শায়িত রবীন্দ্রসদনে