লঞ্চের আগে জেনে নিন 5G স্মার্ট ফোনের দাম এবং ফিচারগুলি

4G-র সময় শেষ। বাজারে চলে এসছে 5G স্মার্ট ফোন। ইতিমধ্যে ফ্লিপকার্টে এই ফোনটির টিজার দেখা গিয়েছে। IQOO ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে ভারতের প্রথম 5G স্মার্টফোন। এই ফোনটি সব থেকে বেশি পাওয়ারফুল স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। এই ফোনে থাকতে পারে Snapdragon 855+ চিপসেট। লিস্টিং অনুযায়ী IQOO 3 স্মার্টফোন 597,583 পয়েন্ট পেয়েছে। এই ফোনে থাকতে পারে 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লে। সাউন্ডের জন্য থাকছে HiFi AK4377A PA অ্যাম্প। IQOO 3-তে থকাতে পারে ৪টি ক্যামেরা, যার মধ্যে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। সেলফির জন্য থাকতে পারে 16 মেগাপিক্সেল। ফোনের ভিতরে থাকতে পারে 4,410 mAh আর সঙ্গে থাকতে পারে 55W ফাস্ট চার্জিং। ফোনের উপরে থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক। IQOO 3 ফোনের দাম যানায়নি কোম্পানি, কিন্তু মনে করা হচ্ছে, ফোনটির দাম ৪০,০০০ টাকার হবে বলে।

আরও পড়ুন-দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে অভিনব রেকর্ড ময়াঙ্কের

Previous articleস্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক লতা দেবীর
Next articleটি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অভিযানে অজিদের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় ভারতের মেয়েরা