স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক লতা দেবীর

নিজের স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক ওয়াইখোম সুরজ লতা দেবী। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁকে অত্যাচার সহ্য করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত জয়ের ঘটনা নিয়েই তৈরি হয়েছিল শাহরুখ খান অভিনীত সুপারহিট হিন্দি ছবি ‘চাক দে ইন্ডিয়া’।
২০০৫-এ বিয়ে করেন সুরজ লতা দেবী। রয়েছে দুই সন্তানও। স্বামীর নাম শান্টা সিং। ইম্ফলে বুধবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তাঁর ওপরে দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক অত্যাচারের কথা প্রকাশ্যে আনেন।তাঁর যুক্তি, সন্তানদের কথা ভেবেই এতদিন তিনি চুপ করে ছিলেন। কিন্তু অত্যাচার সীমা ছাড়ানোয় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
ভারত ২০০২-এ কমনওয়েলথ গেমসে সোনা জেতে। অধিনায়ক ছিলেন অর্জুন পুরস্কারজয়ী লতা দেবী। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় ‘চাক দে ইন্ডিয়া’ ছবিটি।যে ছবি দর্শকদের মনে দেশের জাতীয় মহিলা হকি দলের সম্পর্কে আগ্রহী করে তোলে। ২০০৩-এ অ্যাফ্রো-এশিয়ান গেমস এবং ২০০৪-এ হকি এশিয়া কাপেও দেশকে সোনা এনে দেন তিনি।তাঁর অভিযোগকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

Previous articleঅনুষ্টুপের দুরন্ত শতরান, তবু বাংলার প্রথম ইনিংস শেষ মাত্র ৩৩২ রানে
Next articleলঞ্চের আগে জেনে নিন 5G স্মার্ট ফোনের দাম এবং ফিচারগুলি