প্রয়াত কৃষ্ণা বসু

প্রয়াত কৃষ্ণা বসু। শিক্ষাবিদ, প্রাক্তন সাংসদ, নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসু শনিবার সকাল ১০.২০ মিনিট মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯। হাসপাতালে সকালেই আসেন তাঁর দুই পুত্র প্রাক্তন সাংসদ, ইতিহাসবিদ সুগত বসু ও রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত বসু। ছিলেন মেয়ে শর্মিলাও।

বিগত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভর্তি হন হাসপাতালে। বিগত চারদিন ধরে তিনি হাসপাতালেই ছিলেন। হৃদযন্ত্রের সমস্যা ছিল। বছর চারেক আগে তাঁর হার্ট অ্যাটাকও হয়। এছাড়া বসয়জনিত অসুস্থতা ছিলই। এদিন সকালে হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়।

নেতাজি পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসুর স্বামী শিশির বসু। কৃষ্ণার জন্ম ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর, ঢাকায়। ইংরেজিতে স্নতকোত্তর পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর সিটি কলেজে অধ্যাপনা। পরে এই কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের সাংসদও নির্বাচিত হন।

তাঁর দেহ দুপুরে শরৎ বোস রোডের বাসভবনে আনা হবে। পরে সেখান থেকে এলগিন রোডে বোস পরিবারের আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিকেলে তাঁর শেষকৃত্য।

Previous articleজাতীয় উদ্যান থেকে নিখোঁজ ২৬টি বাঘ! কোথায় জানেন?
Next articleনির্ভয়া কাণ্ডের ফাঁসি : ২জন শেষবার পরিবারের মুখোমুখি, অঙ্গ দানের আবেদন