বাংলাদেশের সামনে মাত্র ১৪৩ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের হারিয়েই টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ভারতের মেয়েরা। সোমবার গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে পার্থে বাংলাদেশের মুখোমুখি হয় হরমনপ্রীতরা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারের শেষে ভারত করে ১৪২-৬। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেললেন শাফালি ভর্মা।দ্বিতীয় সর্বোচ্চ জেমিমা রডরিগেজের ৩৪। ১৪ রান করে আউট রিচা ঘোষ।

৬ ওভারে ভারত ৫৪-২।ব্যাট করতে নেমেছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। তৃতীয় ওভারে ১৭ রান তুলে নিলেন ভারতের দুই ব্যাটার। একটি ছক্কা ও দুটো বাউন্ডারি হাঁকালেন সাফালি ভর্মা।শুরুতেই আউট তানিয়া ভাটিয়া। ২ ওভারে ভারত ১৭-১। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ।

১৫ ওভারে ভারত যখন ১০৭-৪। ৩৪ রান করে রান আউট জেমিমা রডরিগেজ।মাত্র আট রান করে আউট ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। আবার ব্যর্থতার মুখে ভারতের ব্যাটি। ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারত। ১০ ওভারে ভারত মাত্র ৭৮-৩ করে।৩৯ রানে আউট হন শাফালি ভর্মা।

বাং‌লাদেশকে জিততে হলে ১৪৩ রান করতে হবে ২০ ওভারে।

 

 

Previous articleরঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা, প্রতিপক্ষ কর্নাটক
Next articleইন্ডিয়ান আইডল-এর শেষ হাসি হাসলেন সানি