দলের বিরুদ্ধে এ কী বললেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর

সিএএ, এনআরসি ঘিরে উত্তাল দিল্লি। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত শতাধিক। এই ঘটনায় এবার প্রশ্ন উঠছে বিজেপির ভূমিকা নিয়ে। বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জেরেই কি রাজধানীর এই পরিস্থিতি? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

মঙ্গলবার গৌতম গম্ভীর বলেন, ‘‘কপিল মিশ্র হোক বা অন্য কেউ, যদি কেউ উস্কানিমূলক বক্তব্য রেখে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’’ দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি গৌতম গম্ভীরের সঙ্গে আগেই সুর মিলিয়েছেন। দিল্লির বিধানসভা ভোটে বিজেপির হারের কারণ নেতাদের উস্কানিমূলক মন্তব্য বলে মনে করেন তিনি। কপিল মিশ্রর নাম না করে তিনি ওই বিজেপি নেতাকে ‘তাড়ানো’র বার্তা দেন।

আরও পড়ুন-ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি

Previous articleভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি
Next articleবিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন কপিলদেব