চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ রাজ্যের

চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। এবিষয় সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো চা শ্রমিকদের সন্তানদের কর্ম প্রশিক্ষন দেবে রাজ্য সরকার। প্রশিক্ষন দেওয়া হবে গাছের চারা তৈরি, গাছ পরিচর্যা ও প্যাকেজিং এর পাশাপাশি তাদের মোটর ড্রাইভিং এবং কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটরের। চলতি বছরের ২৫ মার্চ থেকে ২২টি কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষনের আবেদন পত্র গ্রহন করা হবে।

টি অ্যাডভাইজারি কাউন্সিলর চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন বাগিচা শ্রমিকদের পরিবারের কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে উত্তরবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রায় চার লক্ষ বাগিচা শ্রমিক উপকৃত হবেন।

আরও পড়ুন-পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা

Previous articleশেষদিনেও এড়ানো গেল না মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ
Next articleদিল্লি পুলিশের পাশে অজিত ডোভাল