‘দিল্লির পুলিশ কমিশনারকে বরখাস্ত করুন’, প্রধানমন্ত্রীকে প্রশান্ত কিশোর

“অযোগ্যতা এবং criminal negligence বা অপরাধপূর্ণ অবহেলা প্রদর্শনের জন্য এখনই বরখাস্ত করুণ দিল্লির পুলিশ কমিশনারকে”৷

দিল্লি-হিংসা নিয়ে প্রধানমন্ত্রীকে এই পরামর্শই দিলেন JDU-র প্রাক্তন সহ- সভাপতি প্রশান্ত কিশোর৷ দিল্লিতে CAA- এর পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা আপাতত ২০০-র বেশি৷
উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনার মোকাবিলায় “অপরাধমূলকভাবে অবহেলা” করায় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইট করলেন ভোট-কৌশলী তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর । হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদির ট্যুইটের জবাবে পিকে-র উত্তর, “স্যার, অন্ততপক্ষে, তাঁর অযোগ্যতা এবং অপরাধমূলকভাবে অবহেলা করায় দিল্লির পুলিশ কমিশনারকে বরখাস্ত করুন”।

এর আগে এদিনই ট্যুইটে “শান্তি ও সৌভ্রাতৃত্ব” বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলেন, দেশের রাজধানীর বিভিন্ন জায়গার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি।
ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “দিল্লির বিভিন্ন জায়গার পরিস্থিতি নিয়ে বিশদে পর্যালোচনা বৈঠক করেছি। শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কাজ করছে পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি”।

Previous articleমৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা! প্রধানের কাণ্ডে হতবাক নেটিজেনরা
Next articleঅ্যাডামাসের পড়ুয়াদের অন্ধকার থেকে আলোর জীবনে উত্তরণের কথা শোনালেন নাইজেল আকারা