অধ্যক্ষ-উপাচার্যদের সঙ্গে আজ শিক্ষামন্ত্রীর বৈঠক

আজ, বৃহস্পতিবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে দক্ষিণবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আর উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী যে সমস্যার মুখোমুখি হন সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ১. শিক্ষক ও শিক্ষাকর্মীর অপ্রতুলতা, ২. পছন্দসই পাঠ বা বিষয় নিয়েও নানা অভিযোগ, ৩. টিচার ইনচার্জদের দিয়ে কলেজ পরিচালনা, ৪. বহু কলেজে ছাত্র সংসদের চাপে অতিরিক্ত ছাত্র-ছাত্রী নেওয়ার ঝামেলা আবার কিছু কলেজে কম, ৫. ভর্তিতে ভারসাম্য, ৬. শিক্ষকের অভাবে নতুন বিষয় চালু হচ্ছে না। সিবিসিএস প্রক্রিয়া ধাক্কা খাচ্ছে। ৭. সিবিসিএস চালু হওয়ার পর ক্লাস কমছে, ৮. সেমেস্টার, সাপ্লিমেন্টারি আর ফর্ম ফিলাপেই ব্যস্ত থাকতে হচ্ছে শিক্ষদের। ক্লাস কমছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী সমাধানসূত্র কী দেন, সেটাই দেখার।

Previous articleবিহারে প্রতারণার অভিযোগ দায়ের প্রশান্ত কিশোরের বিরুদ্ধে
Next articleবাংলাদেশের হ্যান্ডসাম ক্রিকেট তারকা সৌম্য সাত পাকে বাঁধা পড়লেন