গৌতম কুণ্ডুর জামিনের আবেদন খারিজ, চিকিৎসা করানোও নির্দেশ ইডি-কে

ফের খারিজ রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জামিনের আবেদন। শুক্রবার, রোজভ্যালি মামলার শুনানিতে খারিজ করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। সুপার স্পেশালিটি হাসপাতালে গৌতম কুণ্ডুর চিকিৎসা করানোও নির্দেশ দেন বিচারপতি। এই চিকিৎসার ব্যায়ভার বহন করবে ইডি।

প্রায় ৫বছর জেল হেফাজতে রয়েছেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। হাইকোর্টে তাঁর জামিনের আবেদন করে আইনজীবী অরুণ মুখোপাধ্যায় জানান, গৌতম কুণ্ডুর ভোকাল ক্যান্সার রয়েছে। চিকিৎসার কারণে তাঁকে জামিন দেওয়ার আর্জি জানান তিনি৷ কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত। গৌতম কুণ্ডুকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে হবে ইডিকে৷
অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে ১৭ হাজার ৫২০ কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। সেই টাকা কোথায় এবং কাদের কাছে গিয়েছে তার তালিকা তৈরি করছে ইডি৷ বাজেয়াপ্ত করা হয়ে রোজভ্যালির জমি ও সম্পত্তি।

Previous articleপুরভোটকে সামনে রেখে রাজ্য বিজেপির নয়া কর্মসূচি “আর নয় অন্যায়”
Next articleমোদির মতোই অমিত সফরকে ঘিরে বিক্ষোভ দেখাতে নামছে বামেরা, পাত্তা দিচ্ছে না বিজেপি