রায়তা হাতে ডাইনিং টেবিলে অমিতের মুখোমুখি মমতা

নবীন নিবাস। ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং থেকে বেরিয়ে এসে সোজা এখানেই। নবীন নিবাস মানে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবন। বিগত ২০বছরের বেশি সময় তিনি থাকেন এখানেই। এখানেই মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছিল।

সাদা ধপধপে চাদর পাতা টেবিলে। চেয়ারেও সাদা ঢাকনা। অতিথিদের ওড়িশার থালির খাবারে আমন্ত্রণ জানান নবীন। টেবিলের এক প্রান্তে নবীন। মমতার উল্টো দিকে অমিত শাহ, আর নীতীশ কুমারের উল্টোদিকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র কুমার। ভাত, ডাল, সবজি, চাটনি, পাপড়, রায়তা, দই। সকলেই খেলেন। বাংলার মুখ্যমন্ত্রী শুধু রায়তা খেলেন। সরানো ছিল ভাত-সবজির থালা।

খাবার টেবিলে কথা হলো একেবারে মেপে, তবে নানা বিষয় নিয়ে কথাও হয়েছে। যেখানে রাজনীতির কথা কার্যত ছিলই না।

নবীনের বাসভবন থেকে বেরিয়ে অমিত শাহ চলে যান দলের প্রকাশ্য সভায়। বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব কর্মসূচিতে।

Previous article বদনাম করতেই দাঙ্গা করে সরকারের ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা : দিলীপ
Next article‘রাজধর্ম’ নিয়ে সোনিয়াকে পাল্টা তোপ রবিশঙ্করের