দিল্লির জন্য ত্রাণ সংগ্রহে বামেরা

জনসংযোগে ফের পুরোনো পদ্ধতি গেল সিপিআইএম। দিল্লি হিংসায় নিহত এবং আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামছে সিপিআইএম । পাশাপাশি দিল্লি হিংসার প্রতিবাদে সম্প্রীতির বার্তা দিতে এবং অমিত শাহর সভার পাল্টা জবাব দিতে সোমবার রাজপথে নামছে বাম-কংগ্রেস।

সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম রবিবার সাংবাদিক বৈঠকে জানান, ‘‘দিল্লি হিংসার প্রতিবাদের পাশাপাশি আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াবে সিপিআইএম। ৫ মার্চ সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে সারা রাজ্যেই ত্রাণ সংগ্রহের কাজ হবে। হিংসায় আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আজকে বাংলার রাজনীতিতে বিষ ঢেলে দিয়ে গিয়েছেন অমিত শাহ। বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, সংস্কৃতিকে রক্ষা করতে সোমবার মিছিল করবে বাম-কংগ্রেস।’’ আরএসএস-এর সঙ্গে যুক্ত নয় এমন সংগঠন সহ সাধারণ মানুষের কাছে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান সেলিম।

আরও পড়ুন-অভিমানী-অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৭৬-এ পা

Previous articleআরও ১৫ জন দাগী আসামীর সঙ্গে পুলিশ হেফাজতে সৌরদীপ
Next articleমৃত্যু মিছিল বেড়ে ৪৬