বিশ্বে জলবায়ু বদলাচ্ছে, কী করবেন মহিলারা?

আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অত্যন্ত সময়োপযোগী আলোচনাসভা।উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন, দি ফিউচার অ্যান্ড ইটস স্কোপ শীর্ষক এই আলোচনাসভার আয়োজক ছিল ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।আগামী ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস।ওইদিন উপলক্ষ্যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে মহিলাদের ভূমিকা, অবদান নিয়ে ২ মার্চ বারাসতের অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে এই আন্তর্জাতিক মানের সেমিনার হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো, বিশিষ্ট পরিবেশবিদ তথা লেখক টি ভিজয়েন্দ্র, সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়ার সাধারণ সম্পাদক স্বাতী ভট্টাচার্য এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়।

এদিন নিক লো তাঁর বক্তব্যের মধ্যে জানান, সমাজ থেকে লিঙ্গবৈষম্য দূর হওয়া প্রয়োজন।ব্রিটেনে ইতিমধ্যেই তা দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।ভারতেও লিঙ্গবৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।সেজন্য ভারত ও ব্রিটেন একসঙ্গে গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়ন-সহ বিভিন্ন বিষয়ে কাজ করছে।এবছর নভেম্বর মাসে রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন সিওপি টোয়েন্টি সিক্স আয়োজন করা হচ্ছে ব্রিটেনে।রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন।এই সম্মেলনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কিভাবে কমানো যেতে পারে।অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়ের কথায়, একমাত্র মানবজাতিই পারে জলবায়ুর এই প্রতিনিয়ত পরিবর্তনকে আটকাতে।আর এজন্য ন্যায়সঙ্গত ও কার্যকর পদ্ধতির সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেই।

আরও পড়ুন-করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

 

Previous articleকরোনাভাইরাস: বিশ্বের কোন দেশে আক্রান্ত কত, জেনে নিন
Next articleঅধীর চৌধুরীর দিল্লির বাড়িতে দুষ্কৃতী হামলা, কর্মীদের মারধর করে ফাইল নিয়ে চম্পট!