এপ্রিলে ভোট, অথচ ইভিএম না ব্যালট, তা এখনও ঠিক করেনি কমিশন

রাজ্যের ১১১টি পুরসভার ভোট দোরগড়ায়৷ রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত৷ অথচ রাজ্য নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নিতে পারেনি পুরভোট ইভিএম না ব্যালটে হবে৷ বুধবার ১৮ জেলার জেলাশাসকদের সঙ্গে পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। কিছুদিন আগে ৩ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কমিশনের বৈঠক হয়ে গিয়েছে৷ কমিশন সূত্রের খবর, পুরসভা ভোটের দিন আগামী ১০-১১ এপ্রিল ঘোষণা হতে পারে৷ কিন্তু কমিশন এখনও ধন্দে ভোটগ্রহন করা হবে কোন মাধ্যমে, ইভিএমে না’কি ব্যালটে? তবে পুরভোট নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে জেলাশাসকদের নির্দেশও দিয়েছে কমিশন।

সূত্রের খবর, এখনও ভোটগ্রহন করার মাধ্যম নিয়ে সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছে কমিশন। ইভিএমে ভোট করতে হলেও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কমিশনের অভিজ্ঞ অফিসাররা মনে করছেন, এপ্রিলে নির্বাচন হলে ইভিএম অথবা ব্যালট প্রক্রিয়া ঠিক করতে যথেষ্ট সময় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এই সিদ্ধান্ত নিতে আরও দেরি হলে এপ্রিলে পুরভোট করা খুবই কঠিন হবে ৷

আরও পড়ুন-আচমকা বহরমপুর স্টেডিয়ামে নামল মুখ্যমন্ত্রীর কপ্টার, কারণ কী?

Previous articleআচমকা বহরমপুর স্টেডিয়ামে নামল মুখ্যমন্ত্রীর কপ্টার, কারণ কী?
Next articleকবে ঘোষণা পুরনির্বাচনের দিন?