আচমকা বহরমপুর স্টেডিয়ামে নামল মুখ্যমন্ত্রীর কপ্টার, কারণ কী?

মালদহ থেকে কলকাতা ফেরার পথে আচমকা অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের। না, কোনও বিপর্যয় নয়। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে খোলা আকাশের নীচেই প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদের পুলিস সুপার অজিত সিং যাদব, জঙ্গিপুরের পুলিস সুপার ওয়াই রঘুবংশী এবং মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার সহ অন্যান্য জেলার আধিকারিকরা। মাত্র ১০মিনিটের প্রশাসনিক বৈঠক সেরেই কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তবে কী নিয়ে আধিকারিকদের নিয়ে তাঁর আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

Previous articleরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে অমিত শাহের দ্বারস্থ হবেন রাজ্যপাল
Next articleএপ্রিলে ভোট, অথচ ইভিএম না ব্যালট, তা এখনও ঠিক করেনি কমিশন