Monday, December 22, 2025

রবীন্দ্রভারতীতে বুকে-পিঠে অশ্লীল শব্দের পর এবার ভাইরাল মদ্যপ বেহুঁশ ছাত্র

Date:

Share post:

লজ্জায় মুখ লুকোচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।ছাত্রছাত্রীদের বুকে-পিঠে লেখা অশ্লীল শব্দের পর এবার
সামনে এলো মদ খেয়ে বেহুঁশ ছাত্রের ছবি। ফের একটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত উৎসবের দিন এক ছাত্র বেহুশ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর তাকে সামলাচ্ছে কয়েকজন ছাত্রী। এই ছবি এখন বিশ্ব বাংলা সংবাদ পরীক্ষা করে দেখেনি। কিন্তু ছবি বলছে, এটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

প্রসঙ্গত, বসন্ত উৎসবের নামে অসভ্যতামি। এবং অভিযোগ নিয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্ত উৎসবের পালন করতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতা করেছে পড়ুয়াদের একাংশ। কিছু ছাত্র রং ও লাল আবির দিয়ে বুকে অশ্লীল ভাষায় কিছু শব্দ লেখা রয়েছে। ছাত্রীদের পিঠেও লেখা হয়েছে ভাষায় প্রকাশ করার অযোগ্য ভাষা। যা ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর পুলিশে অভিযোগ দায়ের হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে গেল।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব ঘিরে এই ছবি বিতর্ক কাণ্ডে স্পষ্ট হল বহিরাগত যোগ। এই ঘটনায় ক্ষমা চাইতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল অভিযুক্ত ৫ ছাত্রছাত্রী। অভিযুক্তরা প্রত্যেকেই হুগলির চুঁচুড়া এবং চন্দননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্য পড়ুয়াদের বন্ধু-বান্ধব হওয়ার সুবাদেই তারা এসেছিল বসন্ত উৎসবে। আর তাতেই যত বিপত্তি। সেইসব অনুতপ্ত পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া না হয়েও বসন্ত উৎসবে অংশ নেওয়া ভুল হয়ে গিয়েছে। কিন্তু তাদের বেশকিছু ছবি বিকৃতও করা হয়েছে।

এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি আসায় ফের বিপাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অভিযোগ, প্রতিবছরই বসন্ত উৎসবের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসভ্যতামী এবং অশ্লীলতা চলে। এবার যা প্রকট হয়ে দেখা দিল। বসন্ত উৎসবের দিন ছাত্রছাত্রীদের বুকে-পিঠে রবীন্দ্রনাথকে অপমান করে অশ্লীল শব্দ প্রয়োগ, আর তারপর মদ্যপ অবস্থায় বেহুশ ছাত্র। সবমিলিয়ে মুখ লুকোচ্ছে, বাঙালির গর্বের রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...