Monday, January 12, 2026

রবীন্দ্রভারতীতে বুকে-পিঠে অশ্লীল শব্দের পর এবার ভাইরাল মদ্যপ বেহুঁশ ছাত্র

Date:

Share post:

লজ্জায় মুখ লুকোচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।ছাত্রছাত্রীদের বুকে-পিঠে লেখা অশ্লীল শব্দের পর এবার
সামনে এলো মদ খেয়ে বেহুঁশ ছাত্রের ছবি। ফের একটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত উৎসবের দিন এক ছাত্র বেহুশ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর তাকে সামলাচ্ছে কয়েকজন ছাত্রী। এই ছবি এখন বিশ্ব বাংলা সংবাদ পরীক্ষা করে দেখেনি। কিন্তু ছবি বলছে, এটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

প্রসঙ্গত, বসন্ত উৎসবের নামে অসভ্যতামি। এবং অভিযোগ নিয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্ত উৎসবের পালন করতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতা করেছে পড়ুয়াদের একাংশ। কিছু ছাত্র রং ও লাল আবির দিয়ে বুকে অশ্লীল ভাষায় কিছু শব্দ লেখা রয়েছে। ছাত্রীদের পিঠেও লেখা হয়েছে ভাষায় প্রকাশ করার অযোগ্য ভাষা। যা ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর পুলিশে অভিযোগ দায়ের হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে গেল।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব ঘিরে এই ছবি বিতর্ক কাণ্ডে স্পষ্ট হল বহিরাগত যোগ। এই ঘটনায় ক্ষমা চাইতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল অভিযুক্ত ৫ ছাত্রছাত্রী। অভিযুক্তরা প্রত্যেকেই হুগলির চুঁচুড়া এবং চন্দননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্য পড়ুয়াদের বন্ধু-বান্ধব হওয়ার সুবাদেই তারা এসেছিল বসন্ত উৎসবে। আর তাতেই যত বিপত্তি। সেইসব অনুতপ্ত পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া না হয়েও বসন্ত উৎসবে অংশ নেওয়া ভুল হয়ে গিয়েছে। কিন্তু তাদের বেশকিছু ছবি বিকৃতও করা হয়েছে।

এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি আসায় ফের বিপাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অভিযোগ, প্রতিবছরই বসন্ত উৎসবের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসভ্যতামী এবং অশ্লীলতা চলে। এবার যা প্রকট হয়ে দেখা দিল। বসন্ত উৎসবের দিন ছাত্রছাত্রীদের বুকে-পিঠে রবীন্দ্রনাথকে অপমান করে অশ্লীল শব্দ প্রয়োগ, আর তারপর মদ্যপ অবস্থায় বেহুশ ছাত্র। সবমিলিয়ে মুখ লুকোচ্ছে, বাঙালির গর্বের রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

spot_img

Related articles

বিজেপির দমননীতি তামিলনাড়ুতেও: সোমবার সিবিআই দফতরে থালাপতি বিজয়

বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy...

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...