হোলির দিনেই আই লিগের রঙ হল সবুজ-মেরুন

মোহনবাগান: ১ (পাপা বাবাকার দিওয়ারা)

আইজল এফসি: ০

ম্যাচ তখন শেষ পর্যায়ে। ৭৮ মিনিটেও আইজলের জালে বল ঢোকাতে ব্যর্থ কিবু ভিকুনার ছেলেরা। একটা সময় মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য হয়তো রবিবার ফিরতি ডার্বির জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের মাথায় এল সেই মুহূর্ত। বেইতিয়ার ডিফেন্স চেরা পাস থেকে পাপার শট আইজলের গোলে জড়িয়ে গেল। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল কল্যাণী স্টেডিয়াম। পাঁচ বছর পর ফের আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
এবার নিয়ে দ্বিতীয়বার আই লিগ ঘরে তুলল মোহনবাগান। এদিন খেলা শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগানের ফুটবলার ও সমর্থকরা । মাঠে ঢুকে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন শিবিরের কর্তারাও।
এদিন কল্যাণীতে সবুজ-মেরুন সমর্থকদের ঢেউ আছড়ে পড়েছিল। সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। চার ম্যাচ বাকি থাকতেই ফের ভারতসেরা শতাব্দী প্রাচীন ক্লাব।
টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে মঙ্গলবার কল্যাণীতে আইজল এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল কিবু ভিকুনার মোহনবাগান।
হোলির দিনেই আই লিগের রং হল সবুজ-মেরুন। এই চ্যাম্পিয়নশিপের কৃতিত্ব গোটা দলকেই দিচ্ছেন সৃঞ্জয় -দেবাশিসরা। মোহনবাগানের কোচ হিসাবে প্রথমবার আই লিগ জয়ে উচ্ছ্বসিত কিবু ভিকুনাও।

Previous articleসিন্ধিয়ার যোগদান আজ নয়, তবে খুব শিগগিরই
Next articleঅমিত শাহের ‘চেকমেট’, মহারাষ্ট্রের বদলা মধ্যপ্রদেশ?