করোনার জেরে জীবন্ত কবরে ৬০০০ মুরগি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৩। রোজই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আর করোনা ঘিরে আতঙ্কের জেরে ছড়াচ্ছে গুজব। যার প্রভাব পড়েছে মুরগি ব্যবসায়। ব্যাপক ক্ষতি পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা কর্নাটকে। কেউ বলছেন, চিকেন খেলেই নাকি করোনার সংক্রমণ দেখা যাচ্ছে। আবার কারও মতে, করোনার মত মারণ রোগের হাত থেকে বাঁচতে পুরোপুরি নিরামিশাষী হওয়াই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ছড়িয়ে পড়ছে এই সংক্রান্ত বেশ কিছু ভুয়ো ভিডিও। যা দেখে আতঙ্ক বাড়ছে মানুষের। আর এই আতঙ্কের জেরেই কঠিন পদক্ষেপ করেন কর্নাটকের মুরগি ব্যবসায়ীরা। একসঙ্গে ৬০০০ মুরগিকে জ্যান্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হল।

সোমবার, কর্নাটকের বেলাগবি গোককের একটি ট্রাকে ৬০০০ হাজার মুরগি তুলে নিয়ে মাঠের মধ্যে গর্ত করে ফেলে মাটি চাপা দিয়ে দেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যবসায়ী জানান, মুরগির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতি কিলো মুরগি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছিল। যা আরও কমে ৫-১০ টাকা হয়ে যায়। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। তাঁর কথায় করোনার জন্য ব্যবসায় এতই মন্দা দেখা যায় যে, তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

Previous articleকরোনার জেরে আইপিএলও কি পিছিয়ে যাবে?
Next articleরোদ্দুরের বিরুদ্ধে কালীঘাটেও এফআইআর