সারেঙ্গার পরে সল্টলেক, ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক

সল্টলেকে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। বৃহস্পতিবার সকালে সল্টলেকের পিএনটি আবাসনের পানীয় জলের ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ৩৩০০০ লিটারের ট্যাঙ্কটি ভেঙে পড়ার ঘটনায় সল্টলেকের সিসি ব্লকের পিএনটি আবাসনের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। হঠাৎ তীব্র শব্দে ট্যাঙ্ক ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৫ বছর ধরে ওই ট্যাঙ্কটির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ আবাসনের বাসিন্দাদের।

আরও পড়ুন-রাজ্য থেকে সব চেকপোস্ট তুলে দেওয়া হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Previous articleবেনজির জন্মদিনের সাক্ষী বাগনানের আশারিয়া গ্রামের আবাসিক আশ্রম !
Next articleউচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী