বিদ্যুৎ বিভ্রাটের জেরে অন্ধকার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ব্যাহত পরিষেবা

অস্ত্রোপচার চলাকালীন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট। একই সময়ে তিনটি অস্ত্রোপচার চলছিল হাসপাতালে। তখনই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার ফলে পরিষেবা ব্যাহত হয় আউটডোরে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে সমস্যার মুখে পড়েন রোগী থেকে রোগীর পরিবার। প্রায় দু’ঘণ্টা পর বিদ্যুৎ পরিষেবা মেলে হাসপাতালের একাংশে। রোগীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের জেরে ডাক্তাররা ঠিক ভাবে রোগী দেখতে পারছেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যানেল রুমের বিদ্যুৎ বিভ্রাটের জন্য এমন পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। হাসপাতালের নিজস্ব জেনারেটরের ব্যবস্থা করতে গেলে সেইখানেও সমস্যার সৃষ্টি হয়। দুপুর ২টো নাগাদ আউটডোর চত্বরে একদিকে বিদ্যুৎ আসে। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ অস্ত্রোপচার, সিটি স্ক্যান। হাসপাতালের ভর্তি রোগীরা কাটাচ্ছেন অন্ধকারের মধ্যেই। সিইএসসি ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় তার ব্যবস্থা করা হচ্ছে।

Previous articleমেট্রোর কাজের জেরে ফের ফাটল বৌবাজারে
Next article#ArrestRoddurRoy: দাবিতে সরব বাংলার শিল্পীমহল