করোনা আতঙ্কে জমায়েতে নিষেধাজ্ঞা, অনুদান যাবে পুলিশের মাধ্যমে: মুখ্যমন্ত্রী

করোনাভাইরাসের জেরে কেন্দ্রের নির্দেশে খেলার মাঠে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এরজন্য এক জায়গায় জড়ো হয়ে অনুদান নিতে হবে না ক্লাবগুলিকে। কলকাতার পুলিশ কমিশনারের মাধ্যমে অনুদানের টাকা পৌঁছে যাবে রাজ্যের ক্লাবগুলিতে। শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলাশ্রী’ পুরস্কার অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলার মাঠে বড় জমায়েতের বিষয়ে কেন্দ্রের নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার বিকেলেই নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। করোনা-র প্রভাব না কমা পর্যন্ত ভিড় এবং জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, সমাজ গঠনে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ক্লাবগুলিতে অনেক সময়ই পিছিয়ে পড়া পরিবারের শিশুদের স্কুলের পরে কোচিং করানো হয়। এক্ষেত্রে শিক্ষিত স্থানীয় যুবক-যুবতীদের যোগদানের ব্যবস্থা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই শিশুদের পড়ানোর বদলে এই শিক্ষকদের কিছু হাত খরচ দিলে তাঁরাও উৎসাহ পাবে।

আরও পড়ুন-বৈশাখীর কাছে শুধুই শোভনের স্বাস্থ্যের খবর নিলেন মুখ্যমন্ত্রী!

Previous articleইতালিতে করোনা-মৃত্যু ১০২০, জরুরি অবস্থা জারি
Next articleউন্নাওয়ে ধর্ষিতার বাবাকে খুনে ১০ বছরের কারাবাস কুলদীপের