উন্নাওয়ে ধর্ষিতার বাবাকে খুনে ১০ বছরের কারাবাস কুলদীপের

উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে ১০ বছরের কারাবাসের হল প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের। বহিষ্কৃত বিজেপি নেতা সেঙ্গার ছাড়াও একই শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত কুলদীপের ভাই ও দুই পুলিশ কর্মীকেও। একইসঙ্গে সেঙ্গার ও তার ভাই অতুল সিংকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডের জেরে আগেই দোষী সাব্যস্ত করা হয় কুলদীপ সহ ছ’জনকে।
শুক্রবার রায় ঘোষণার সময় জেলা জজ ধর্মেশ শর্মা জানান, ‘এই ঘটনায় আইনের শাসন ভেঙে পড়েছিল। জনপ্রতিনিধি ও সরকারি কর্মী হওয়ায় সেঙ্গার, অশোক ভাদাউরিয়া ও কে পি সিংয়ের আইনের শাসন রক্ষা করাই কর্তব্য। কিন্তু, তাঁরা নির্যাতিতার বাবাকে মারধর করে এবং শেষ পর্যন্ত মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়। ফলে এই মামলায় অভিযুক্তদের কোনও মতেই রেহাই দেওয়া সম্ভব নয়।’
এর আগে উন্নাও ধর্ষণের দায়ে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। গত বছরের ডিসেম্বর মাসে তাঁকে ওই সাজা দেওয়া হয়। এদিন আদালতের রায় রায় শোনার পর অশোক ভাদাউরিয়া ক্ষমা ভিক্ষা চায়। যদিও তা নাকচ করে দেন বিচারপতি।

আরও পড়ুন-ইতালিতে করোনা-মৃত্যু ১০২০, জরুরি অবস্থা জারি

Previous articleকরোনা আতঙ্কে জমায়েতে নিষেধাজ্ঞা, অনুদান যাবে পুলিশের মাধ্যমে: মুখ্যমন্ত্রী
Next articleএয়ার ইন্ডিয়ার বিমানে ইরান থেকে ফিরছেন ১২০ জন ভারতীয়