খোলা আছে বাজার, তবে বেশি জমায়েত না করার আর্জি কোলে মার্কেটের কর্ণধারের

করোনা আতঙ্কে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই হঠাৎ রটে যায় শিয়ালদহ-কোলে মার্কেট নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। যাতে আতঙ্কিত হয়ে পড়েন কয়েকশো বিক্রেতা এবং কয়েক হাজার ক্রেতা।

কিন্তু আদপে দেখা যায়, স্বাভাবিক আছে শহরের অন্যতম বড় এই পাইকারি ও খুচরো বাজার। যদিও লোক সংখ্যা অনেক কম। কোলে মার্কেটের বর্তমান কর্ণধার রবীন্দ্রনাথ কোলে জানান, আশঙ্কা নিশ্চয় প্রভাব ফেলেছে। কিন্তু তার থেকেও বেশি গুজব মানুষকে আতঙ্কিত করে তুলেছে।

তিনি আরও জানান, পাইকারি বাজার এখনও ঠিক আছে। তবে খুচরো বাজারে একটু প্রভাব পড়েছে। সেখানে ক্রেতারা প্রায় নেই বললেই চলে। কিন্তু এটা ভুল তথ্য, বাজার-দোকান বন্ধ। পাশাপাশি, রাজ্য সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ কোলে।

আরও পড়ুন-মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে লম্বা লাইন, আশঙ্কা দূর করতে ছুটে গেলেন চন্দ্রিমা

Previous articleযে গ্রামে সকলের মাতৃভাষা সংস্কৃত
Next articleপরিবারের সঙ্গে ‘শেষদেখা’য় চোখের পাতা ভিজল ৪ দোষীর