করোনা সংক্রমণ রুখতে এবার বন্ধ বক্রেশ্বর সতীপীঠ

একদিকে হাসপাতালগুলির ব্যাস্ততা যেমন বাড়ছে, একই সঙ্গে বন্ধ হচ্ছে দেবালয়গুলি। আগেই বন্ধ করা হয়েছিল তারাপীঠ মন্দির। কালীঘাটেও শনিবারে ভক্তের সংখ্যা নাম মাত্র। এবার বন্ধ হল বক্রেশ্বরের সতীপীঠ। সাধারণের জন্য আপাতত মন্দিরের দরজা বন্ধ থাকবে। যদিও চালু থাকবে নিত্য সেবা। পাশাপাশি সাধারণ মানুষদের জমায়েত রুখতে বন্ধ করা হয়েছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। কবে ফের চালু হবে মন্দির, এখনও পর্যন্ত তার কোনও সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি মন্দির কর্তৃপক্ষ। তাদের মতে করোনা সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-Big Breaking : দমদমের পর প্রেসিডেন্সিতেও বিক্ষোভ

Previous articleBig Breaking : দমদমের পর প্রেসিডেন্সিতেও বিক্ষোভ
Next articleবাংলায় করোনা আক্রান্ত বেড়ে ৪, বিদেশ যোগ না থাকা রোগীর অবস্থা সঙ্কটজনক