রাজ্যে তৃতীয় আক্রান্ত হাবড়ার বাসিন্দা, এলাকায় আতঙ্ক

উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পাল পাড়ায় বাসিন্দা বর্ণালী বিশ্বাসের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে ফেরেন এবং তিনি অসুস্থ ছিলেন । সেই অবস্থায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার, রাতে আইডি হসপিটালে তাঁর রক্তের নমুনায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এর জেরে আতঙ্কে হাবড়ার বাসিন্দারা। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে যোগাযোগ করা হয়েছে। তাঁর বাড়ির সমস্ত সদস্যদের বাড়ি থেকে বেরোনো বা তাঁর বাড়িতে যাতায়াত বন্ধ করা হয়েছে। এক প্রকার হোম আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের।

একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার কার সঙ্গে তাঁরা ইতিমধ্যে মেলামেশা করেছেন। তাঁদের সঙ্গে সংস্পর্শে এসেছেন সেটাও দেখছে জেলা স্বাস্থ্য দফতর। তবে গুজব ছড়াতে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে

Previous articleকরোনা-সতর্কতা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ
Next articleকরোনার সুনামি ভারতে? আক্রান্ত হতে পারে ৩০ কোটি, সতর্কবার্তা বিশেষজ্ঞর