লকডাউন নীতি অমান্য করলে কোন ধরনের শাস্তি হতে পারে জানেন?

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে আজ থেকে রাজ্যে লকডাউন। যদিও নবান্ন ‘লকডাউন’ শব্দটি এড়িয়ে ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ শব্দটি ব্যবহার করেছে । আজ বিকেল থেকে আপাতত চার দিনের জন্য এই নিয়ম জারি থাকবে।
কিন্তু জানেন কী লকডাউনের নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ? কেউ জোর করে লকডাউন নীতি অমান্য করলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে পারে প্রশাসন । সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারা প্রয়োগ করা হবে ।
সরকারি নির্দেশ অমান্য করার জন্য প্রযোজ্য হবে ১৮৮ ধারা, সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে জামিন অযোগ্য ২৬৯ ধারা প্রয়োগ করা হবে । এই ধারায় কমপক্ষে ছ’মাসের জেল ও জরিমানা হতে পারে। জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে জামিন অযোগ্য ২৭০ ধারায় মামলা করা হতে পারে । এতে দু’বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে জরিমানা তো আছেই। এছাড়া রয়েছে আইপিসি ২৭১। এরই পাশাপাশি কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙলে কমপক্ষে ছ’মাসের জেল হতে পারে।
তাই শুধুমাত্র শাস্তি এড়াতে নয়, নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে অবশ্যই রাজ্যের লকডাউনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সহযোগিতা করুন।

Previous articleজাতির উদ্দেশে মাত্র দুটি বাক্য প্রয়োগ পুতিনের, তাতেই করোনা জব্দ রাশিয়ায়!
Next articleকরোনার জেরে অফিস বন্ধ থাকলেও অস্থায়ী কর্মীদের পুরো বেতন দেবে টাটা গোষ্ঠী