আমেরিকার করোনা-সাহায্য প্রত্যাখ্যান করে কী বলল ইরান?

বিশ্বজোড়া করোনা-মহামারীতে মৃত্যুমিছিল চলছে ইরানে। ইতালি ও চিনের পরই করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইরানে। এই বিপর্যয়ের পরিস্থিতিতেও আমেরিকার সঙ্গে পুরোনা তিক্ততা ভুলতে পারছে না ইরান। মার্কিন সেনার হাতে ইরানের জেনারেল কাসিম সুলেইমানির হত্যার পর থেকেই চরম বৈরিতা দু-দেশের মধ্যে। এবার করোনা মোকাবিলায় মার্কিন ত্রাণের প্রস্তাবও প্রত্যাখ্যান করল ইরান। উল্টে সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেয়নি প্রবল কটাক্ষ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্পের দেশকে। তাঁর মন্তব্য, আমেরিকার কাছ থেকে সাহায্য নেওয়ার প্রশ্নই নেই। ওরা সম্ভবত ওষুধ পাঠানোর নাম করে এদেশে আরও ভাইরাস ছড়ানোর মতলব করেছে।

Previous articleআতঙ্কে বাজারে ভিড়, সুযোগের সন্ধানে অসাধু ব্যবসায়ীরা
Next articleকরোনা: ২১ দিনের সান্ধ্য কারফিউ জারি সৌদি আরবে