নবান্ন থেকে মুখ্যমন্ত্রী যা বললেন

১. এই সময়ে যারা জরুরি কাজ করলেন তাদের ধন্যবাদ।

২. ৩১মার্চ পর্যন্ত লক ডাউন রাজ্য জুড়ে।

৩. ফ্রি রেশন ৫ কেজি চাল ৮কোটি মানুষের জন্য
৪. প্রচেষ্টা স্কিম। অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে এক হাজার টাকা দেওয়া হবে এই স্কিমে
৫. বাজারে যেন একসঙ্গে থাকবেন না। দূরত্ব রাখুন।
৬. ব্যাঙ্কের লাইনেও একভাবে থাকুন।
৭. সংবাদপত্র আজ অনেকে নেননি। রাস্তায় ফেলে হকারি নয়। গাড়িতে করে এনে এক একজন হকারকে দিন। ৫-৭টার মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।
৮. প্রধানমন্ত্রীকে সর্বদল সভার রিপোর্ট পাঠিয়েছি।
৯. ভিড় করে রাস্তায় ক্রিকেট খেলবেন না
১০. ভিন রাজ্য থেকে যারা ফিরেছেন, তাঁরা ঘরে থাকুন
১১. সাংবাদিকরা একসঙ্গে ঘুরবেন না। তফাতে থাকবেন।
১২. মুখ্যসচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে বেরোলেন

Previous articleনিমতলা শ্মশানে গভীর রাতে ধুন্ধুমার
Next articleকরোনা আতঙ্কের মধ্যেই পালাবদল, এবার আস্থাভোটেও জয়ী শিবরাজ