করোনার বিরুদ্ধে জারি কঠিন যুদ্ধ। আর এই কঠিন লড়াইয়ে মানুষের একমাত্র হাতিয়ার লকডাউন। আর তাকে সফল করতে ত্যাগ স্বীকার করতে হচ্ছে সকলকেই। লকডাউনে সবচেয়ে সমস্যায় পড়েছেন গরিব দিন আনা দিন খাওয়া মানুষগুলো। এবার তাঁদেরই একাংশের দিকে হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা রাজ্যেও মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। নিদর্শন রাখলেন মানবিকতার।

কলকাতা ময়দানেই ব্যাট-বল হাতে বড় হয়েছেন লক্ষ্মী। আর ছোট থেকে যাঁরা লক্ষ্মীকে বড় হতে দেখেছেন, লোকডাউনে সেই মালিদের অসহায়তার খবর আসে লক্ষ্মীর কানে। আজ, শুক্রবার তাঁদের পাশে দাঁড়াতে ময়দানে ছুটে যান লক্ষ্মী।চাল-ডাল জরুরি জিনিস তুলে দেন তাঁদের হাতে। মালিরাও দু’হাত ভরে তাঁকে আশীর্বাদ করেন। এর আগে নিজের তিন মাসের বেতনের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে ছিলেন লক্ষ্মী রতন শুক্লা।
